May 4, 2009

উইন্ডোজ ৭ এর হার্ডঅয়্যার কনফিগারেশন জানিয়েছে মাইক্রোসফট Win7 Hardware requirement


জানুয়ারীতে উইন্ডোজ ৭ এর বেটা ভার্শন ছাড়ার সময় এরজন্য প্রয়োজনীয় হার্ডঅয়্যার এর কথা জানিয়েছিল মাইক্রোসফট। এখন রিলিজ ক্যান্ডিডেট ছাড়ার পর এবং ফাইনাল ভার্শনের পুরো প্রস্তুতি নেয়ার পর ফাইনাল রিলিজের জন্য প্রয়োজনীয় হার্ডঅয়্যারের তথ্য প্রকাশ করেছে। উইন্ডো ৭ ব্যবহারের জন্য কমপক্ষে যা প্রয়োজন হবে তা হচ্ছে;

১ গিগাহার্টজ প্রসেসর (৩২ অথবা ৬৪ বিট)

১ গিগাবাইট মেমোরী ৩২ বিটের জন্য, ২ গিগাবাইট ৬৪ বিটের জন্য

হার্ডডিস্কে ১৬ গিগাবাইট ফাকা যায়গা, ৬৪ বিটের জন্য ২০ গিগাবাইট

ডিরেক্টএক্স ৯ সাপোর্ট সহ ১২৮ মেগাবাইট ভিডিও মেমোরী

এই তালিকা উইন্ডোজ ৭ ব্যবহারের জন্য বাধ্যতামুলক। সত্যিকারের কাজের জন্য প্রয়োজন হবে আরো বেশি। যদি এতে এক্সপি মোড ব্যবহার করতে হয় তাহলে ২ গিগাবাইট মেমোরী এবং হার্ডডিস্কে অতিরিক্ত ১৫ গিগাবাইট যায়গা প্রয়োজন হবে।

এপ্রিলের শেষে মাইক্রোসফট জানিয়েছিল উইন্ডোজ ৭ এর জন্য তারা উইন্ডোজ আপগ্রেড এডভাইজর বেটা তৈরী করছে। এর কাজ হার্ডঅয়্যার স্ক্যান করার সময় পিসির সাথে লাগানো ডিভাইসগুলি চেক করা। তবে কখন এই ডব্লিউইউএ বেটা ছাড়া হবে সেকথা জানানো হয়নি।

No comments:

Post a Comment