May 4, 2009

পাইরেট বে’র বিরুদ্ধে ইতালীতে মামলার প্রস্তুতি

পাইরেট বে পরিচালনার জন্য চারজনকে শাস্তি দিয়েছে সুইডেনের আদালত। এখন ইতালী জানাচ্ছে ইতালীর কপিরাইট আইন ভাঙার জন্য তাদেরকে ইতালীতে বিচার করা হতে পারে। সেক্ষেত্রে এটা হবে চারজনের বিরুদ্ধে তাদের দেশের বাইরে প্রথম বিচার।

গত ১৭ এপ্রিল তারিখে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত বিট টরেন্ট ক্লায়েন্ট পাইরেট বে-এর চারজনকে দোষি সাব্যস্ত করে শাস্তি দেয় সুইডেনের আদালত। প্রত্যেকের ১ বছর জেল এবং ৩৬ লক্ষ ডলার জরিমানা।

গত বছর আগষ্টে ইতালীতে বিট টরেন্টের একাংশ আটক করা হয়। তখন তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং সাইটটি বন্ধ করে দেয়ার জন্য মামলা করা হয়। বিট টরেন্ট আপিল করে এবং সেই মামলায় জয়ী হয়। সুইডেনে তাদের পরাজয়ের পর ইতালীয়ান মিউজিক ইন্ডাষ্ট্রি ফেডারেশনের পক্ষ থেকে নতুনভাবে চারজনের বিরুদ্ধে মামরা করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

আগামী কয়েক মাসের মধ্যে বিষয়টির নিস্পত্তি হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ করা যেতে পারে পাইরেট বের চারজনকে জেলে ঢুকানোর এবং তাদের যন্ত্রপাতি আটক করার পরও সাইটটি চালু রয়েছে। সারা বিশ্বের মানুষ এখান থেকে গেম, মিউজিক, ভিডিও এবং সফটওয়্যার ইত্যাদি ডাউনলোড করে।

No comments:

Post a Comment