জেভিসির সলিডষ্টেড ফ্লাশ মেমোরী ভিত্তিক প্রফেশনাল ভিডিও ক্যামেরা GY-HM100 এর ঘোষনা দেয়া হয়েছিল অনেক আগে। এখন ক্যামেরাটি বাজারে পাওয়া যাচ্ছে। এই মডেল প্রথমবারের মত নেটিভ কুইকটাইম ফরম্যাট ব্যবহার করছে। যারা ফাইনাল কাট প্রো ব্যবহার করেন তারা সরাসরি এই ভিডিও ব্যবহার করতে পারবেন। এছাড়া মিনি-ডিভি থেকে দুরে সরে যাওয়ার বিষয়টিও ক্রমেই ষ্পষ্ট হয়ে উঠছে। ক্যামেরায় দুটি SDHC স্লট ব্যবহার করা হয়েছে। এক কার্ড থেকে ধারাবাহিকভাবে পরবর্তি কার্ডে রেকর্ড করতে সক্ষম।
এতে জেভিসি নিজস্ব কোডেক ব্যবহার করছে যা ১৯২০-১২৮০ রেজ্যুলুশনে ৩৫ মেবা/সেকেন্ড রেটে ডাটা ব্যবহার করতে পারবে। এছাড়া হাই ডেফিনিশন ছাড়াও এসপি ফরম্যাটেও রেকর্ড করতে পারবে। বর্তমানে প্রচলিত এডিটিং সিষ্টেমের সাথে যা মানানসই।
Price seems too high. Otherwise it's an excellent choice.
ReplyDelete