May 3, 2009

পিওর ডিজিটালের সেকেন্ড জেনারেশন ফ্লিপ ক্যামেরা Flip Ultra Camcorders

পিওর ডিজিটাল তাদের পরবর্তী প্রজন্মের ফ্লিপ আলট্রা ভিডিও ক্যামেরা বাজারে ছেড়েছে। আলট্রা সিরিজ প্রথম ছাড়া হয়েছিল ২০০৭ সালে। বর্তমানে দুটি ভার্শন বাজারে ছাড়া হচ্ছে, একটি হাই ডেফিনিশন Flip UltraHD অপরটি ষ্টান্ডার্ড ডেফিনিশন Flip UltraSD. দুটি ক্যামেরাই তাদের জনপ্রিয় ফ্লিপ মাইনো এবং ফ্লিপ মাইনো এইচডি থেকে আকারে বড়। ক্যামেরাদুটির দাম যথাক্রমে ১৯৯ ও ১৪৯ ডলার।

ক্যামেরা দুটি বাইরে থেকে দেখতে একই রকম। হাই-ডেফিনিশনের জন্য যাকিছু পরিবর্তন তা ভেতরে। এর নিজস্ব মেমোরী ৮ গিগাবাইট। এর বিটরেট ৯ মেবা/সে (এসডি ভার্শনের ৪ মেবা/সে), ভিডিওর মান তুলনামুলক ভাল। এটাই একমাত্র ফ্লিপ ক্যামেরা যাতে হাই ডেফিনিশন টিভি আউটপুট রয়েছে। দুটি ক্যামেরাতেই ২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। অপটিক্যাল জুম নেই তবে ২-এক্স ডিজিটাল জুম রয়েছে।

ফ্লিপ ক্যামেরার প্রধান বৈশিষ্ট এগুলি ব্যবহার অত্যন্ত সহজ এবং দাম কম। দুটি ক্যামেরার সাথেই এডিটিং এবং ইউটিউব কিংবা অন্যান্য ভিডিও শেয়ারিং ওয়েব সাইটে আপলোড করার সফটওয়্যার দেয়া হয়।

No comments:

Post a Comment