May 3, 2009

উইন্ডোজ এক্সপি এবং ভিসতার জন্য বাংলা Bangla for XP and Vista

যারা বাংলা ব্যবহার করতে চান, এমনকি যারা এক্সপিতে বাংলা ব্যবহার করে অভ্যস্থ তারাও সমস্যায় পড়েন ভিসতায় বাংলা ব্যবহার নিয়ে। অথচ অভ্র ব্যবহার করে খুব সহজেই যে এক্সপি এবং ভিস্তায় বাংলায় টাইপ করতে পারেন। এটি বিনামুল্যের সফটঅয়্যার। তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন। সফটঅয়্যারটি ইনষ্টল করাও প্রয়োজন হয় না। ফ্লাশ ড্রাইভে (পেন ড্রাইভে) রেখে যে কোন কম্পিউটারে লাগিয়ে কাজ করতে পারেন।

অভ্র ব্যবহারে অভ্যস্থ না হলে ব্যবহার নিয়মটিও (পিডিএফ) ডাউনলোড করে নিন। কিবোর্ডের সাথে যদি পরিচিত নাও হন, প্রোগ্রামটি চালু অবস্থায় যে কোন সময় কিবোর্ড আইকণে ক্লিক করে দেখে নিতে পারবেন।

বাংলায় ইন্টারনেটে সার্চ করার জন্য গুগল বা ইয়াহু-র সার্চ বক্স ওপেন করুন। বাংলা কিবোর্ড সিলেক্ট করুন এবং টাইপ করুন। খুব সহজেই বাংলা ওয়েব সাইট খুজে পাওয়া যাবে।

No comments:

Post a Comment