May 3, 2009

ল্যাপটপ কেনার গাইডলাইন Laptop Buying Guide

ঠিক দামে প্রয়োজন মেটাবে এমন ল্যাপটপ কেনার ক্ষেত্রে তার সুবিধা-অসুবিধা আগেই জেনে নেয়া জরুরী ডেস্কটপের ক্ষেত্রে যেমন ইচ্ছে করলেই আপগ্রেড করা যায় কিংবা নতুন কিছু যোগ করা যায় ল্যাপটপের ক্ষেত্রে সেটা হয় না ল্যাপটপ কেনার আগে কোন বিষয়গুলি দেখা প্রয়োজন তা এখানে উল্লেখ করা হচ্ছে

ব্যবহারের ধরন : প্রথমেই ঠিক করে নিন কোন ধরনের কাজের জন্য ল্যাপটপটি ব্যবহার করা হবে ভাগগুলি হতে পারে, বাড়িতে ব্যবহার (হোম ইউজ), শিক্ষার কাজে (ষ্টুডেন্ট), নিয়মিত ব্যবসার কাজে (বিজনেস পাওয়ার ইউজার), মাল্টিমিডিয়া তৈরী বা গেম খেলা তালিকা দেখে হয়ত ধারণা করতে পেরেছেন আপনার প্রসেসর, মেমোরী, হার্ডডিস্ক, গ্রাফিক্স ইত্যাদি স্বল্প থেকে বেশির দিকে গেছে অর্থাৎ সাধারন ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ইন্টারনেট, গানশোনা ইত্যাদির জন্য সবচেয়ে কম দামে ল্যাপটপ পাওয়া যাবে আর গেম খেলার জন্য প্রয়োজন হবে সবচেয়ে দামী ল্যাপটপ

বাড়িতে ব্যবহারের জন্য প্রয়োজন : ইন্টেল কোর ডুয়ো / কোর টু ডুয়ো / এএমডি টুরিয়ন ৬৪/৬৪ এক্স-২ প্রসেসর, কমপক্ষে ১ গিগাবাইট মেমোরী, ছবি-ভিডিওর জন্য বেশি ধারনক্ষমতার হার্ডডিস্ক, ১৪.১ ইঞ্চি বা আরো বেশি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ইন্টারনেট সংযোগের ব্যবস্থা।

ছাত্রের জন্য প্রয়োজন : ইন্টেল কোর ডুয়ো / কোর টু ডুয়ো / এএমডি টুরিয়ন ৬৪ প্রসেসর, কমপক্ষে ১ গিগাবাইট মেমোরী, এমপিথ্রির জন্য বেশি ধারনক্ষমতার হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ইন্টারনেট সংযোগের ব্যবস্থা।

পেশাদার কাজের জন্য প্রয়োজন : ইন্টেল কোর টু ডুয়ো / এএমডি টুরিয়ন ৬৪ এক্স-২ প্রসেসর, কমপক্ষে ১ গিগাবাইট মেমোরী, মাঝারি ধারনক্ষমতার হার্ডডিস্ক, ১৪.১ বা ১৫.৪ ইঞ্চি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ইন্টারনেট সংযোগের ব্যবস্থা, অতিরিক্ত ব্যাটারী।

গেমারদের জন্য প্রয়োজন : ইন্টেল কোর টু ডুয়ো / কোর টু এক্সট্রিম প্রসেসর, ২ গিগাবাইট মেমোরী, সবচেয়ে বেশি ধারনক্ষমতার এবং দ্রুতগতির হার্ডডিস্ক, ১৫.৪ ইঞ্চি বা আরো বেশি ডিসপ্লে, উন্নত মানের ২৫৬/৫১২ মেবা গ্রাফিক্স কার্ড, ডিভিডি রাইটার/ ব্লু-রে, ভিডিও আউটপুটের ব্যবস্থা (এস-ভিডিও, এইচডি, ফায়ারঅয়্যার), ইন্টারনেট সংযোগের ব্যবস্থা, এক্সটারনাল কিবোর্ড, মাউস।

No comments:

Post a Comment