May 2, 2009

সবচেয়ে জনপ্রিয় মাল্টিমিডিয়া ফোন Nokia XpressMusic 5800

এপলের আইফোন যখন বাজারে ছাড়া হয় কখন রীতিমত হৈচৈ পড়ে যায় মোবাইল ফোনের জগতে। শুধু মোবাইল ফোনই না, হ্যান্ডহেল্ড ডিভাইস বলতে যা বুঝায় তার সবকিছুই রয়েছে এতে। খুব উচুমানের গান শোনা থেকে শুরু করে ইন্টারনেট, ইমেইল, এমনকি ইবুক পড়ার ব্যবস্থাও করা হয়েছে এতে। সব মোবাইল নির্মাতার প্রধান টার্গেট হয়ে পরে এধরনের হ্যান্ডসেট তৈরী করা। এবং প্রায় সব কোম্পানীরই রয়েছে এমন হ্যান্ডসেট। টাচক্রিণ, বড় ডিসপ্লে, অডিও-ভিডিও ব্যবহারের সুবিধা, অফিস ডকুমেন্ড ব্যবহার, ছবি এবং ভিডিও করা সবকিছু দিয়ে আইফোনকে ধরার চেষ্টা করা হয়েছে। এবং ক্রমাগত হয়েই চলেছে। এরই মধ্যে নোকিয়ার এক্সপ্রেস মিউজিক ৫৮০০ একটি ফোনসেট যা তার কাছাকাছি। বাজারে বিক্রির তালিকায় ১ নম্বরে।

আকৃতিতে এবং দেখতে আইফোনের সাথে এর বিশেষ পার্থক্য নেই। বরং অনেকে আইফোনের চেয়ে একে সুন্দর এবং সুবিধাজনক মনে করেন। এর ৩.২ ইঞ্চি টিএফটি রেজিসটিভ টাচক্রিণ, ৩৬০-৬৪০ রেজ্যুলুশন ডিসপ্লে, এক্সিলারেটোমিটার সেন্সর অটো রোটেট এবং হ্যান্ড রাইটিং রিকগনিশন সব মিলিয়ে ডিসপ্লে অসাধারন।

কানেকটিভিটির দিক থেকে এর সবকিছুই রয়েছে। জিপিআরএস, এজ, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি সবকিছুই। এতে ৩.১৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে ২০৪৮ ১৫৩৬ রেজ্যুলুশনের ছবি উঠানো যায়। কার্ল জিস লেন্স, অটোফোকাস, এলইডি ফ্লাশ সবমিলিয়ে খুব ভাল না হলেও মোটামুটি। এতে ভিডিও রেজ্যুলুশনে ৩০ ফ্রেম/সে ভিডিও রেকর্ড করা যায়। টিভির সাথে সংযোগের ব্যবস্থা রয়েছে। ষ্টেরিও রেডিও (আরডিএস) শোনা যায়।

এতে প্রায় সব ফরম্যাটের অডিও এবং ভিডিও ব্যবহার করা যায়। এয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ডকুমেন্ট এবং পিডিএফ ডকুমেন্ট পড়া যায়। এতে নিজস্ব ইমেজ এডিটর রয়েছে যা দিয়ে ক্যামেরায় উঠানো ছবি ঠিক করে নেয়া যায়।

এতে আর্ম ১১ ৩৬৯ মেগাহার্টজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ব্যাটারী এক চার্জে ৮ ঘন্টা ৪৫ মিনিট কথা বলা যায়। ষ্ট্যান্ডবাই টাইম ৪০৬ ঘন্টা। গান শোনা যায় ৩৫ ঘন্টা।

এরসাথে ৮ গিগাবাইট কার্ড দেয়া হয়। বর্তমানে এর দাম ২০ হাজার টাকার কাছাকাছি।

No comments:

Post a Comment