মিসরের গনবিপ্লবের ডাক দিয়েছিলেন ৩০ বছর বয়সি ওয়েল গোনিম। তিনি গুগলের একজন কর্মী। তিনি জানিয়েছেন তিনি গুগলের কাজ ছেড়ে দিচ্ছেন। পরিবর্তে প্রযুক্তিভিত্তিক একটি এনজিও গড়বেন যার কাজ হবে মিসরের দারিদ্র দুর করা এবং শিক্ষার উন্নতি করা।
মিসরের গনপ্রতিরোধের সময় মুল ইন্ধনদাতা হিসেবে তাকে ১২ দিন আটকে রেখেছিল পুলিশ। ছাড়া পেয়ে তিনি অবশ্য নিজের কৃতিত্ব দাবী করেননি। বরং বলেছেন এই কৃতিত্ব মিসরের যবসমাজের। এবং ফেসবুক, টুইটার, গুগল, ইউটিউব এসব না থাকলে এটা সম্ভব হত না।
টাইম পত্রিকার বছরের সেরা ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় তার নাম রয়েছে শুরুতেই।
No comments:
Post a Comment