প্রথমবারের মত এটিএন্ডটি পোর্টেবল সেল টাওয়ার (সেলুলার এন্টেনা) বিক্রি শুরু করেছে। এগুলি সুটকেসে ভরে বহন করা যাবে এবং যেখানে সেলফোনের ব্যবস্থা নেই সেখানে নিজস্ব নেটওয়ার্ক জিসেবে ব্যবহার করা যাবে। মুলত বিপর্যস্থ এলাকায় ব্যবহারের কথা মাথায় রেখে এটা তৈরী।
সাধারনভাবে ঘুর্নিঝড় এর মত প্রাকৃতিক দুয্যোগে ক্ষতিগ্রস্থ হলে সেলফোন কোম্পানীর সেবা চালু করা পর্যন্ত অপেক্ষা করতে হয়। এটিএন্ড টি প্রথম কোম্পানী হিসেবে এর বিকল্প বের করেছে। ত্রানকর্মী কিংবা পুলিশ এগুলি ব্যবহার করতে পারে।
তাদের যন্ত্র একটি সুটকেসে থাকবে। পৃথকভাবে একটি স্যাটেলাইট এন্টেনা নিতে হবে। চালু রাখার জন্য প্রয়োজন হবে জেনারেটর। একে গাড়ির ওপর বসিয়ে ব্যবহার করা যাবে। একসাথে ১৪টি সেল ব্যবহার করা যাবে এতে। দুরত্ব কাভার করবে আধমাইল পর্যন্ত। এগুলির দাম ১৫ হাজার ডলার থেকে ৪৫ হাজার ডলার।
এটিএন্ডটি রিমোট মোবিলিটি জোন নামের এই ইউনিট ছাড়াও সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহারযোগ্য স্মার্টফোনও বিক্রি করে। এছাড়া ফেমটোসেল নামে আরেক ধরনের ছোট আকারের এন্টেনা ব্যবহার করে যা ঘরে ব্যবহার করে বাড়ির মধ্যে ব্রডব্যান্ড কাভারেজ বাড়ানো যায়।
No comments:
Post a Comment