কমদামী এসএলআর ক্যামেরার মধ্যে প্রতিযোগিতা সবসময়ই বেশি। যারা পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরা ব্যবহার করেন তারাও কিছু বেশি দাম দিয়ে এগুলি ব্যবহার করছেন। সনির নতুন কয়েকটি মডেল বাজারে আনা, নাইকনের কমদামী এসএলআরগুলি আপডেট করা ইত্যাদি কারনে ক্যানন কিছুটা পিছিয়ে পরেছিল। তাদের ইওস ১১০০ডি (আরেক নাম টি৩) বাজারে এনে তারা সেই প্রতিযোগিতা থাকার ব্যবস্থা করেছে।
এতে রয়েছে ১২ মেগাপিক্সেল সিমোস সেন্সর এবং শক্তিশালী ডিজিক ৪ প্রসেসর। কমদামী ক্যামেরাতেও ৬৩ এরিয়া মিটারিং সিষ্টেম এনেছে তারা এই ক্যামেরার মাধ্যমে। তাদের ৭ডি মডেলে প্রথমবার ব্যবহার করা হয়েছিল এই প্রযুক্তি।
অন্যান্য ফিচারের মধ্যে এতে রয়েছে থিম ভিত্তিক সিন মোড। নিজে থেকেই প্রয়োজনীয় মোড সিলেক্ট করে নেয় ক্যামেরা। এছাড়া রয়েছে ক্রিয়েটিভ অটো মোড।
ভিডিও এর জন্য রয়েছে ৭২০পি ৩০/২৫ ফ্রেম/সে রেকর্ডিং সুবিধে। এর ডিসপ্লে ২.৭ ইঞ্চি, সাথে লাইভভিউ। আইএসও ১০০-৬৪০০। কানেকটিভিটির জন্য ইউএসবি ২.০, এনালগ ভিডিও আউট এবং এইচডিএমআই পোর্ট রয়েছে। ষ্টোরেজের জন্য ব্যবহার করা যাবে এসডি/এসডিএইচসি/এসডিএক্সসি কার্ড।
কালোর পাশাপাশি অন্য রং দেখে একে প্লাষ্টিকের তৈরী হাল্কা কিছু মনে হতে পারে। ক্যামেরাটি আসলেই হাল্কা ওজনের, ৫০০ গ্রামের নিচে। তবে হাতে ভালভাবে ধরার উপযোগি।
এরসাথে দেয়া হবে নতুনভাবে তৈরী ১৮-৫৫ নন-ষ্ট্যাবিলাইজড লেন্স। লেন্সসহ দাম ৬০০ ডলার।
No comments:
Post a Comment