এপলের আইফোন কিংবা গুগলের এন্ড্রয়েড ব্যবহারকারীর কখন কোথায় যাচ্ছেন সেই তথ্য কোম্পানীর কাছে পাঠানো হয়। তাদের অবস্থানের তথ্য গ্রহন করা হয় কয়েক সেকেন্ড পরপর, তারপর তা পাঠানো হয় তাকে কোন ব্যবসায়িক কাজে লাগানো যায় কিনা সেটা পরীক্ষা করার জন্য। এসব তথ্য দিয়ে ডাটাবেজ তৈরী করা হচ্ছে। ওয়াল ষ্ট্রিট জার্নালে এখবর ছাপা হয়েছে। সাথে এবিষয়ে তথ্যপ্রমান দেয়া হয়েছে।
নিরাপত্ত বিশেষজ্ঞ স্যামি কামকার বলেছেন এইচটিসি এন্ড্রয়েড ফোন কয়েক সেকেন্ড পরপর ব্যবহারকারীর অবস্থানের তথ্য সংগ্রহ করে। ঘন্টায় করেকবার করে এই তথ্য কোম্পানীতে পাঠানো হয়। ব্যবহারকারীর অবস্থানের সাথে সাথে যে ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করছে তার তথ্যও সংগ্রহ করে। আইফোন ব্যবহারকারীর অবস্থান এবং ওয়াই-ফাই নেটওয়ার্কের তথ্য পাঠায় প্রতি ১২ ঘন্টায়।
No comments:
Post a Comment