যারা বিটটরেন্ট ক্লায়েন্ট হিসেবে ইউটরেন্ট (মিউটরেন্ট) ব্যবহার করেন ফাইল শেয়ারিং জন্য, তাদের জন্য নতুন ভার্শন ৩.০ বেটা রিলিজ দেয়া হয়েছে। এতে দুটি বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এর একটির ফলে গান বা ভিডিও পুরো ডাউনলোড হওয়ার আগেই দেখে নেয়া যাবে।
ইউটরেন্টের জনপ্রিয়তার একটি প্রধান কারন এর সহজ ব্যবহার। নতুন ভার্শনে ইন্টারফেসকে আরো সরল করা হয়েছে। বিভিন্ন অংশ মিনিমাইজ করে শুধুমাত্র প্রয়োজনীয় অংশ দেখার ব্যবস্থা রয়েছে।
বিটটরেন্ট ব্যবহার করে খুব সহজে অন্যের সাথে শেয়ার করার ব্যবস্থা যোগ করা হয়েছে। স্ক্রীনের নিচের দিকে একটি অংশে ড্রাগ এন্ড ড্রপ পদ্ধতি ব্যবহার করেই ইমেইল কিংবা সোস্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করা যাবে।
অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে পোর্টেবল মোড (ইউএসবি থেকে ব্যবহার করা যাবে), টরেন্ট রেটিং, ইত্যাদি। এছাড়া পারফরমেন্সের উন্নতি করা হয়েছে।
No comments:
Post a Comment