এতদিন বলা হয়েছে মানুষ যখন পাশের ব্যক্তিকে উপেক্ষা করে মোবাইল ফোনে দুরের কারো সাথে আলাপ করে তখন সে সমাজ থেকে নিজেকে দুরে সরিয়ে যাখে। মিচিগান বিশ্ববিদ্যালয় তাদের গবেষনা থেকে একেবারে বিপরীত মত প্রকাশ করেছে। তাদের পর্যালোচনায় যারা অপেক্ষা করার সময় মোবাইলে খবর পড়ছে, এমন পরিস্থিতিতে তাদের পাশের কারো সাথে আলাপ করার সম্ভাবনা বেশি।
তাদের গবেষনায় পাওয়া গেছে যারা মোবাইল ফোনের আলাপের মাধ্যমে পরিকল্পনা করে তারা সাধারন আলোচনায় অংশ নেয়।
রিপোর্টের একজন লেখক স্কট ক্যাম্পবেল বলছেন, আমাদের ধারনা ছিল মোবাইল ফোন ব্যবহার বৃদ্ধির সাথে সাথে অপরিচিত মানুষের সাথে আলাপ কমে যায়। কিন্তু মোবাইল ফোনে খবর পড়া মানুষকে আলাপ করার মত রসদ যোগায়। খবর যত নতুন এই সম্ভাবনা তত বেশি। অবশ্য অতিমাত্রায় প্রযুক্তি ব্যবহার যে মানুষকে সমাজ থেকে দুরে সরিয়ে রাখে সেকথা অস্বিকার করা হয়নি।
কাজেই তাদের ব্যাখ্যা এমন, মানুষ যখন সমাজের অন্যদের মধ্যে থেকে প্রযুক্তি ব্যবহার করে তখন সে নিজেকে সমাজ থেকে পৃথক করে রাখে, আর যখন খবর পড়ে তখন সমাজের সাথে যুক্ত হয়।
No comments:
Post a Comment