নতুন একটি গ্রাফিক ট্যাবলেট বাজারে ছেড়েছে জিনিয়াস। ৫”-৮” মাপের অয়্যারলেস এই ট্যাবলেট ১০২৪ লেভেল প্রেসার সেনসিটিভ। সেইসাথে ৬০ ডিগ্রী পর্যন্ত টিল্ট সেনসিটিভ। এর দাম রাখা হয়েছে ১৫০ ডলার।
মাউসপেন নামের এই অয়্যারলেস ট্যাবলেট কানেকটিভিটির জন্য ব্যবহার করবে ২.৪ গিগাহার্টজ অয়্যারলেস প্রযুক্তি। একটি ইউএসবি রিসিভারের সাহায্যে পিসি বা ল্যাপটপে ব্যবহার করা যাবে। পেইন্টিং, ড্রইং থেকে শুরু করে সবধরনের কাজে ব্যবহারের সুযোগ পাবেন প্রফেশনাল ডিজাইনার।
এতে ৪টি বাটন রয়েছে। ডেস্কটপ, ফ্লিপ থ্রিডি, পেজ আপ, পেজ ডাউন এই কাজগুলি করা যাবে বাটন ব্যবহার করে। উইন্ডোজে ব্যবহারের জন্য যে সফটঅয়্যার দেয়া হয় তাথেকে গ্রাফিক ডিজাইনের বাইরে অন্যান্য ব্যবহারকারীরাও উপকৃত হবে। এগুলি হচ্ছে;
এনোটেট টু ওয়ার্ড : ওয়ার্ড ডকুমেন্টের ওপর হাতের লেখা বা সই ব্যবহারের সুযোগ।
পেন নোটিস : ছবি রিটাচ, মন্তব্য যোগ করা, প্রেজেন্টেশনের সময় লেখা যোগ করা।
পেন কমান্ডার : কমান্ডের জন্য প্রতিক তৈরী করা। এগুলি ব্যবহার করে ফাইল ওপেন করার মত কাজ করা যাবে।
পেন মেইল : হাতে লেখা ইমেইল ব্যবহারের জন্য।
পেন সিঙ্গার : ডকুমেন্টে সিগনেচার কিংবা হাতে আকা ছবি ব্যবহারের জন্য।
উইন্ডোজ ৭, ভিসতা, এক্সপি কিংবা ম্যাক ওএস ১০.৪ অপারেটিং সিষ্টেমে এটা ব্যবহার করা যাবে।
No comments:
Post a Comment