ভিজুয়াল ইফেক্টস টুল নির্মাতা নয়েজ ইন্ডাষ্ট্রি নতুন একটি প্লাগ-ইন তৈরী করেছে এডবি আফটার ইফেক্টস, মোশন, ফাইনাল কাট প্রো এবং ফাইনাল কাট এক্সপ্রেস এর সাথে ব্যবহারের জন্য। এটা ব্যবহার করে এনিমেটেড ফটো মোন্টাজ তৈরী করা যাবে।
ইমেজ, টাইটেল, ট্রানজিশন ইত্যাদিকে একসাথে ব্যবহার করে খুব সহজে এনিমেটেড কম্পোজিশন তৈরী করা যাবে। কোন কিফ্রেম তৈরী প্রয়োজন হবে না। ইফেক্ট প্যারামিটার পরিবর্তন করে নবীন থেকে অভিজ্ঞ যে কেউ এটা থেকে ভাল ফল পাবেন। আবার কেউ যদি কিফ্রেম ব্যবহার করতেই চান সেটা করার সুযোগও রয়েছে।
এতে শতাধিক প্রিসেট রয়েছে। প্রতিটি ইমেজের জন্য টাইটেল ব্যবহার করা যাবে। বিল্ট-ইন মোশন ব্লার ব্যবস্থা রয়েছে।
১৭ এপ্রিল পর্যন্ত হ্রাসকৃত মুল্যে এটা বিক্রি করা হবে। দাম ১৬০ ডলার। ট্রায়াল ভার্শন এফএক্স ফ্যাক্টরী ইনষ্টলারের সাথে একটি ফটো মোন্টাজ রয়েছে। ডাউনলোড করে ব্যবহার করতে পারেন এবং পরবর্তীতে যেকোন সময় রেজিষ্ট্রেশন কোড ব্যবহার করতে পারেন।
ডাউনলোডের জন্য ভিজিট করুন,
No comments:
Post a Comment