সনি ইনসাইডার জানিয়েছে সনি নতুন দুটি পন্য আনতে যাচ্ছে। একটি গুগলের ক্রোম অপারেটিং সিষ্টেমের নোটবুক, অপরটি ভাইও হাইব্রিড পিসি। ক্রোম অপারেটিং সিষ্টেমের নোটবুক গুগলের মুল ডিজাইন অনুসরন করে করা হয়েছে। এতে ১১.৬ ইঞ্চি ডিসপ্লে, এনভিডিয়া টেগরা ২ গ্রাফিক্স এবং ১ গিগাবাইট মেমোরী থাকছে। সাথে ১৬ গিগাবাইট ফ্লাশ মেমোরী। এর ওজন ২.২ পাউন্ড, ব্যাটারী লাইফ ৮ ঘন্টা।
হাইডিব্রড পিসি যাকে বলা হচ্ছে সেটি অবাক করার মত। তাদের ভাইও নোটবুক এবং পিসির মধ্যবর্তী কম্পিউটার ধরে নিতে পারেন। ইন্টেল কোর আই-৭ প্রসেসর ব্যবহার করা এই কম্পিউটারে ব্যাটারী থেকে ব্যাকআপ পাওয়া যাবে ৮ থেকে সাড়ে ১৫ ঘন্টা। এতে রয়েছে ১০গিগাবিট/সে ব্যান্ডউইথের থান্ডারবোল্ট প্রযুক্তি এবং এসএসডি। এছাড়া এরসাথে ব্লুরে রাইটার যোগ করা যাবে, গেমিং এর জন্য এক্সটারনাল এএমডি গ্রাফিক্স ব্যবহার করা যাবে।
এখন পর্যন্ত এগুলির স্পষ্ট ছবি পাওয়া যায়নি। কিন্তু এইধরনের সম্ভাবনার কথাই ইন্টেল বলেছে তাদের থান্ডারবোল্ট প্রযুক্তি সম্পর্কে।
No comments:
Post a Comment