শতকরা ৮০ ভাগ নোটবুক ব্যবহারকারী নোটবুকের স্পিকারে সন্তুষ্ট নন। মুলত এর শব্দের মান স্মার্টফোনের শব্দের কাছাকাছি। অনেকেই নোটবুকে অন্য ডিভাইসের মত জোড়ালো এবং স্পষ্ট শব্দ আশা করেন। এই আশা পুরন করতে তোসিবা তাদের নতুন নোটবুক এনবি৫২০ মডেলে যোগ করছে হারমান-কারডন স্পিকার। এটা হতে যাচ্ছে বিশ্বের প্রথম নোটবুক যেখানে একজোড়া ২ ওয়াটের প্রিমিয়াম স্পিকার যোগ হতে যাচ্ছে। সেটাও একটি বিখ্যাত কোম্পানীর।
এতে এমপিথ্রি শোনার জন্য নোটবুক চালু করতে হবে না, স্লিপ এন্ড মিউজিক নামের ফিচার ব্যবহার করে গান শোনা যাবে। আর হাই ডেফিনিশন ভিডিও দেখার সময় ডলবি এডভান্সড অডিও টেকনোলজী ব্যবহার করা নিখুত শব্দ পাওয়া যাবে।
নোটবুকের মাপ ১০.৩-৭.৪৬-০.৬৫/১.৩৯ ইঞ্চি। এতে ইন্টেল এটম এন৫৫০ ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর রয়েছে। সাথে ২ গিগাবাইট ডিডিআর৩ মেমোরী, ২৫০ গিগাবাইট পর্যন্ত হার্ডডিস্ক। ডিসপ্লে ১০.১ ইঞ্চি। এছাড়া ভিডিও ওয়েবক্যামেরা, ইন্টিগ্রেটেড মাইক্রোফোন ইত্যাদি রয়েছে।
কানেকটিভিটি হিসেবে রয়েছে ৩টি ইউএসবি ২.০ এবং কার্ড রিডার। অয়্যারলেস কানেকটিভিটি ওয়াইফাই এবং ব্লুটুথ। ব্যাটারী কাজ করবে ১০ ঘন্টা পর্যন্ত।
২০১১ সালের জানুয়ারী থেকে এটা পাওয়া যাবে ৫টি ভিন্ন ভিন্ন রঙে। সাথে উইন্ডোজ ৭, ৩২ বিট ষ্টার্টার এডিসন দেয়া হবে।
No comments:
Post a Comment