December 9, 2010

আসাঞ্জ গ্রেফতারের প্রতিবাদে মাষ্টারকার্ড-ভিসায় হ্যাকারদের আক্রমন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ গ্রেফতারের পর তার পক্ষ নিয়েছে হ্যাকাররা। যারা আসাঞ্জএর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সাইটে আক্রমন করেছে তারা। এই তালিকায় রয়েছে মাষ্টারকার্ড, ভিসা, সুইডেনের আইনজীবী, সুইডেনের ব্যাংক, সারাহ পলিন এদের নাম। বলা হচ্ছে উইকিলিকসের পরবর্তী লক্ষ হতে যাচ্ছে ক্রেডিট কার্ড কোম্পানী ভিসা।
অপারেটিং পে-ব্যাক নামে হ্যাকটিভিষ্টরা টুইটারের মাধ্যমে মাষ্টারকার্ডের প্রযুক্তিগত বড় ধরনের সমস্যা তৈরী করার কথা স্বিকার করেছে। মাষ্টারকার্ড তাদের কাজে বড় ধরনের সমস্যার কথা উল্লেখ করলেও জানিয়েছে এখনও ব্যবহারকারীরা তাদের সেবা নিচ্ছেন।
উইকিলিকসের পক্ষ নেয়া হ্যাকারদের সমর্থন বাড়ছে। ফেসবুকে তাদের পেজে সমর্থন জানানো হয়েছে ১০ লক্ষের বেশি। টুইটার ভরে গেছে নানারকম মন্তব্যে।
মাষ্টারকার্ড ছাড়াও আক্রমন করা হয়েছে আমাজন, পেপল, ভিসা, এভরি ডিএনএস এসব সাইটে। মার্কিন সরকারের চাপে এরা উইকিলিকসের সাথে সম্পর্কচ্ছেদ করেছে। পেপলের ভাইস প্রেসিডেন্ট ওসামা বেদিয়ার বলেছেন আমেরিকার ষ্টেট ডিপার্টমেন্টের কাছে থেকে চিঠি পাওয়ার পর তারা উইকিলিকসের একাউন্ট বন্ধ করেছেন।
এদিকে বৃটেনের কারাগারে আসাঞ্জ তাকে সুইডেনে পাঠানোর বিরুদ্ধে আইনগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে তারনামে যৌন হয়রানীর মামলা রয়েছে। তার ব্যাংক একাউন্ট বন্ধ করা সহ অন্যান্য অর্থের সরবরাহ বন্ধ করা হয়েছে।
উইকিলিকস কিংবা আসাঞ্জের বিরুদ্ধে আমেরিকা এখন পর্যন্ত কোন মামলা না করলেও গুপ্তচরবৃত্তির মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
আমেরিকার বিভিন্ন গোপন দলিল ইন্টারনেটে প্রকাশ করে দেয়ার উইকিলিকস আমারেকিার শত্রুতে পরিনত হয়। এর মধ্যে আফগানিস্তান, ইরাক, ইরান, পাকিস্তান ইত্যাদি দেশ সম্পর্কিত তথ্য ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সাথে গোপনে যে যোগাযোগ করা হয়েছে এবং প্রকাশ্যে যা বলা হয়েছে এই দুইয়ের বৈপরিত্য দেখে চমকে উঠেছেন অনেকেই। এবছর প্রথমদিকে তারা একটি ভিডিও প্রকাশ করেছিল যেখানে দেখা গেছে ইরাকে একটি হেলিকপ্টার থেকে দুজন রয়টারের সাংবাদিককে গুলি করা হচ্ছে।
৩৯ বছর বয়সি অষ্ট্রেলিয়ান আসাঞ্জকে গ্রেফতার করা হয়েছে দুজন মহিলার করা যৌন হয়রানি এবং ধর্ষনের অভিযোগে। আসাঞ্জ একে মিথ্যে এবং হয়রানিমুলক অভিযোগ বলে অপরাধ অস্বিকার করেছেন। তাকে বিচারের জন্য সুইডেনে পাঠানোর চেষ্টা করা হচ্ছে আর তিনি সেটা এড়াতে চেষ্টা চালাচ্ছেন।
আর এতকিছুর মধ্যে এখনপর্যন্ত উইকিলিকস তাদের কাজ চালিয়ে যাচ্ছে ঠিকভাবেই। তাদের মুখপাত্র জানিয়েছেন, সব বাধার মধ্যেও উইকিলিকস অনলাইনে রয়েছে।

No comments:

Post a Comment