ফটোগ্রাফির ক্ষেত্রে ফেজওয়ানের ক্যাপচার ওয়ান সফটঅয়্যারকে বলা হয় সবচেয়ে কার্যকর সফটঅয়্যার। এর নতুন ভার্শন ৬ রিলিজ দেয়া হয়েছে। নতুন ভার্শনে আরো উন্নতমানের ছবি পাওয়া যাবে, ক্রিয়েটিভ কন্ট্রোল আগের থেকে বেশি, কাজ করবে আগের চেয়ে দ্রুত।
এই সফটঅয়্যার ব্যবহার করে প্রফেশনাল ডিজিটাল মিডিয়াম ফরম্যাট থেকে শুরু করে ১৭০ এর বেশি বিভিন্ন ডিজিটাল ক্যামেরা থেকে র-ফরম্যাট কনভার্ট করা যাবে। এজন্য ব্যবহৃত হবে বিশ্বের সবচেয়ে উন্নত ইমেজ প্রসেসিং ইঞ্জিন। ক্যাপচার, কনভার্ট, অর্গানাইজ, এডিট, শেয়ার এই প্রিন্ট সবকাজের জন্য এক সফটঅয়্যার যথেষ্ট।
দুধরনের ভার্শনে এটি পাওয়া যাবে, সাধারন কাজের জন্য ক্যাপচার ওয়ান এক্সপ্রেস ৬ এবং পেশাদারদের জন্য ক্যাপচার ওয়ান প্রো ৬। দাম যথাক্রমে ১২৯ ডলার এবং ৩৯৯ ডলার। এছাড়া ক্যাপচার পাইলট নামে আইপ্যাড, আইফোন কিংবা আইপড টাচ ব্যবহারযোগ্য একটি ভার্শন রয়েছে। এটি বিনামুল্যের।
No comments:
Post a Comment