পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (পিডিএফ) ব্যবহারের জনপ্রিয় সফটঅয়্যার এডবি রিডার এর নতুন ভার্শন আসতে যাচ্ছে মাসখানেকের মধ্যে। নতুন ভার্শনে স্যান্ডবক্সিং সিকিউরিটি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আক্রমন ঠেকাতে। উল্লেখ করা যেতে পারে এডবি রিডার সবচেয়ে বেশি আক্রমনের শিকার সফটঅয়্যারের একটি।
নতুন ভার্শনে সবগুলি প্রধান ইন্টারনেট ব্রাউজারের প্লাগইন থাকবে। জাভাস্ক্রিপ্ট ব্যবহার, থ্রিডি রেন্ডারিং, ইমেজ পারসিং ইত্যাদি এমনভাবে ব্যবহার করা হবে যেন ভাইরাস ইনষ্টল না হয় কিংবা ফাইল মুছে দিতে না পারে। স্যান্ডবক্সিং প্রযুক্তি আগে থেকে যারা ব্যবহার করে তাদের মধ্যে রয়েছে মাইক্রোসফট (অফিস ২০১০ এবং ২০০৭), গুগল (ক্রোম) ইত্যাদি কোম্পানী।
এডবি রিডার বিনামুল্যের সফটঅয়্যার। রিলিজের পর যেকেউ ডাউনলোড করে ব্যবহারের সুযোগ পাবেন।
No comments:
Post a Comment