সফটঅয়্যার সংখ্যার বিচারে এপলের প্রতিদ্বন্দি নেই। গতকাল এপল এপ ষ্টোরের সফটঅয়্যারের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গেছে। মাসদুয়েক আগে আড়াই লক্ষে ছিল এই সংখ্যা। কারে হিসেবে বর্তমানে এই সংখ্যা ৩ লক্ষ, কারো হিসেবে ৩ লক্ষ ৩৩ হাজার।
এদের মধ্যে ২ লক্ষের বেশি সফটঅয়্যার টাকা দিয়ে ব্যবহার করতে হয়। মোট সফটঅয়্যারের ৩১ ভাগ বিনামুল্যের। মোট সফটঅয়্যারের মধ্যে ৫০ হাজার হচ্ছে বই, আরো ৫০ হাজার হচ্ছে গেম। উল্লেখ করা যেতে পারে কিনতে হয় এবং বিনামুল্যে ব্যবহার করা যায় দুবিভাগেই শীর্ষ ৫টি সফটঅয়্যার গেম।
গেমের গড় মুল্য ১.২১ ডলার। সফটঅয়্যারের গড় মুল্য ২.৮৫ ডলার।
নির্মাতাদের এপলের অনুমতি পেতে গড়ে অপেক্ষা করতে হয় ১ সপ্তাহ।
No comments:
Post a Comment