সনি প্লেষ্টেশন ৩ কে শুধু থ্রিডি গেম খেলার কাজেই না, বরং ব্লুরে ডিস্ক প্লেয়ার এবং থ্রিডি ভিডিও দেখার কাজে ব্যবহার করা যাবে। ২১ সেপ্টেম্বর থেকে একটা সফটঅয়্যার আপডেট করেই এই সুবিধে পাবেন প্লেষ্টেশন ব্যবহারকারীরা। ভিডিওর জন্য এই আপডেট এবছর শেষদিকে দেয়ার কথা ছিল। থ্রিডির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় সময় এগিয়ে আনা হয়েছে।
এই গেম কনসোলে থ্রিডি ভিডিও দেখতে কোন সমস্যা হবে না। তবে মেনুর কিছু অংশ এবং ডিভিডি টুডি কাজ করবে বলে জানিয়েছে সনি।
মুভ নামে একটি মোশন কন্ট্রোলার প্রদর্শন করেছে সনি। বিট স্কেচ নামে সফটঅয়্যারের সাথে এটা ব্যবহার করে টিভি স্ক্রিনে ছবি আকা যাবে। উল্লেখ করা যেতে পারে নিনটেনডো এধরনের ডিভাইস বিক্রি করে। এর দাম ৫০ ডলার যেখানে মাইক্রোসফটের বাজারে আসতে যাওয়া কাইনেক্টের দাম ১৫০ ডলার।
সনি এপর্যন্ত ৩ কোটি ৮০ লক্ষ প্লে ষ্টেশন ৩ গেম কনসোল বিক্রি করেছে।
No comments:
Post a Comment