September 16, 2010

সনি এইচএক্সআর-এমসি৫০ইউ ক্যামেরা রিভিউ Sony HXR-MC50U Review

আপনার প্রয়োজন শখের বাইরে কিছু, টিভি প্রোগ্রাম, ডকুমেন্টারী কিংবা মুভি তৈরী। মানের দিকে বিন্দুমাত্র ছাড়া দিতে রাজী নন, অথচ বিশাল আকারের ক্যামেরাতে আপনার আপত্তি। তাহলে আপনার জন্যই সনির এই ক্যামেরা। আকারে ছোট, কাজে বড় এটাই এই ক্যামেরার পরিচয়।
অনায়াসে হাতে ধরে ব্যবহার করা যাবে ছোট আকারের এই ক্যামেরা। ভিডিও করা যাবে ফুল হাই ডেফিনিশন ১৯২০-১০৮০ রেজ্যুলুশনে। এমনকি রেকর্ডিং মিডিয়া নিয়েও ভাবতে হবে না। এর ভেতরে রয়েছে ৬৪গিগাবাইট এসএসডি। সরাসরি ৬ ঘন্টার ভিডিও রেকর্ড করা যাবে এতে। তারপর এসডি কার্ড কিংবা সনির মেমোরী ষ্টিক সাপোর্ট তো রয়েছেই।
এতে রয়েছে সনির উন্নতমানের জি লেন্স। ১/২.৮৮ ব্যাক ইল্যুমিনেটেড এক্সমোর আর সিমোস সেন্সর। একেবারে কম আলোতেও ভিডিও করা যাবে। ইনফ্রারেড নাইটশট রয়েছে অন্ধকারে ছবি বা ভিডিওর জন্য।
ডায়াল ব্যবহার করে ফোকাস, এক্সপোজার, হোয়াইট ব্যালান্স, আইরিশ, সাটার স্পিড ইত্যাদি ম্যানুয়েল কন্ট্রোলের ব্যবস্থা রয়েছে। ৩.৫ ইঞ্চি বিশাল আকারের ওয়াইড এক্সট্রা ফাইন ট্রু-ব্লাক এলসিডি রয়েছে ভিডিওর জন্য।
অপটিক্যাল ষ্টেডিইমেজ ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবস্থা রয়েছে ক্যামেরা। ক্যামেরার সাথেই দেয়া হয় শটগান মাইক্রোফোন।
এতে ১৯২০-১০৮০ আই এভিসিএইচডি ভিডিও রেকর্ড হবে ২৪মেগাবিট/সে রেটে। আর যদি ডিভিডিতে ব্যবহারের জন্য ভিডিও করতে চান সেজন্য সরাসরি এমপেগ-২ ডিভিডি ফরম্যাটেই রেকর্ড করার ব্যবস্থা রয়েছে।
আলাদাভাবে ষ্টিল ক্যামেরার প্রয়োজন নেই। এতেই উঠানো যাবে ১২ মেগাপিক্সেল ষ্টিল ছবি।
এর দাম ১৫০০ ডলারের কাছাকাছি।

No comments:

Post a Comment