প্যানাসনিকের তিনটি ক্যামেরা ডিজিটাল ইমেজিং ওয়েবসাইট এসোসিয়েশনের (ডিআইডব্লিউএ) পুরস্কার পেয়েছে। ক্যামেরাগুলি হচ্ছে এডভান্সড ডিজিটাল ক্যামেরা বিভাগে জি২, ডিজিটাল এমেচার মিনি ক্যামেরা বিভাগে এফএক্স-৬৬ এবং ডিজিটাল এডভান্সড মেগাজুম বিভাগে টিজেড-১০।
ফটোগ্রাফি বিষয়ক বিশ্বের বিভিন্ন দেশের ওয়েবসাইটগুলির সমম্বয়ের কাজ করে এই সংস্থা। তাদের ল্যাবরেটরীতে ২০০ এর বেশি ক্যামেরা পরিক্ষা করে তারা সোনার মেডেলের এই ফল ঘোষনা করেছে।
ক্যামেরাগুলির মধ্যে জি২ বিশ্বের প্রথম ক্যামেরা যা টাচস্ক্রিন সুবিধে এনেছে। মিররলেস মাইক্রো ফোর থার্ড এই ক্যামেরায় ১২.১ মেগাপিক্সেল ষ্টিল এবং হাই ডেফিনিশন ভিডিও করা যায়।
৫ এক্স লেইকা লেন্সের এফএক্স-৬৬ ক্যামেরায় নতুন ইমেজ প্রসেসিং প্রযুক্তি আনা হয়েছে। একেবারে অল্প আলোতে এতে ছবি উঠানো যায়। ব্যবহার খুবই সহজ।
আর টিজেড-১০ একেবারে ছোট আকারের সুপারজুম ক্যামেরা। ১২এক্স জুমের লেইকা লেন্সের এই ক্যামেরায় ভেনাস ইঞ্জিন এইচডি ২, জিপিএস, এভিসিএইচডি লাইট কোডেকে এইচডি ভিডিও ইত্যাদি সুবিধে রয়েছে।
No comments:
Post a Comment