ক্যানন নতুন দুটি প্রফেশনাল ভিডিও ক্যামেরার ঘোষনা দিয়েছে। তাদের প্রফেশনাল ক্যামেরাগুলির মধ্যে এগুলি আকারে ছোট। আগের এক্সএফ৩০৫ এবং এক্সএফ৩০০ এর মত একই এক্সএফ কোডেক ব্যবহার করা হয়েছে ক্যামেরাদুটিতে। এছাড়া ১০ এক্স ওয়াইড জুম লেন্স, সুপার রেঞ্জ অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন এবং নেটিভ ফুল এইচডি সিমোস সেন্সর রয়েছে এগুলিতে।
এতে ডিজিক ডিভি ৩ ইমেজ প্রসেসর এবং ক্যানন ফুল এইচডি সিমোস ইমেজ সেন্সর ব্যবহার করা হয়েছে। ডিজিক ৩ প্রসেসর ফেস ডিটেকশন এবং অটোফোকাসের কাজে সাহায্য করবে।
এছাড়া এতে ৩.৫ ইঞ্চি রোটেটিং এলসিডি, ০.২৪ ইঞ্চি ভিউফাইন্ডার রয়েছে ১০০% কাভারেজসহ। এলসিডিতে পিক, এজ মনিটর ফোকাস এবং ম্যাগনিফিকেশন ব্যবহার করা সম্ভব। এছাড়া একেবারে আলোশুন্য অবস্থায়ও ছবি উঠানোর জন্য ইনফ্রারেড ফিচার রয়েছে।
অডিও রেকর্ডিং এর জন্য ১৬ বিট পিসিএম ৪৮ কিলোহার্টজ, অটো এবং ম্যানুয়েল লেভেল এডজাষ্টমেন্টের ব্যবস্থা রয়েছে।
সরাসরি থ্রিডি শ্যুটিং এর ব্যবস্থা না থাকলেও সহজে দুটি ক্যামেরা ব্যবহার করে থ্রিডি ভিডিও করার ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য মেনু ব্যবহার করে দুটি ক্যামেরা একসাথে ব্যবহার করা যাবে।
এদের ওজন ৩ পাউন্ডের নিচে। ক্যামেরাদুটি বাজারে পাওয়া যাবে ২০১১ এর প্রথম দিকে।
No comments:
Post a Comment