কর্সেয়ার নামটি কম্পিউটার অনেক ব্যবহারকারীর কাছে এতটাই আস্থা অর্জন করেছে যে তারা যা বের করে সেটাই বিক্রি হয়। কিছুদিন আগে তারা মেমোরী কার্ড ও তৈরী করেছে কাজের ক্ষেত্র বাড়াতে। এবারে তৈরী করেছে গেমিং হেডসেট। এইচএস১ নামের ইউএসবি ইন্টারফেসের মাল্টিচ্যানেল এই হেডসেটে ৫০মিমি ড্রাইভার ব্যবহার করা হয়েছে। নয়েজ বাদ দেয়া, ঘুরিয়ে ব্যবহারযোগ্য মাইক্রোফোন, ইনলাইন ভলিউম এবং মাইক্রোফোন মিউট কন্ট্রোল ছাড়াও এটা ওয়াটারপ্রুফ।
সাধারনের থেকে বড় আকারের এই হেডফোনে চোখে পড়ার মত বিশেষত্ব তেমন নেই। তবে উন্নত এবং মানসম্পন্ন তা বোঝা যায় সাধারন চেহারা দেখেই।
প্রাপ্যতা সম্পর্কে বলা হচ্ছে এটা দ্রুতই পাওয়া যাবে। দাম ১২৯ ডলার। দামের হিসেবেও এটা সেরা হেডফোনের দলে।
No comments:
Post a Comment