এপলের ম্যাক কম্পিউটার অথবা আইফোন, আইপড টাচ কিংবা আইপ্যাড ব্যবহারকারীদের জন্য সুখবর, এখন ম্যাক অপারেটিং সিষ্টেমে ব্যবহার করা যাবে অটোডেস্ক এর তৈরী অটোক্যাড সফটঅয়্যার। ঘরবাড়ি থেকে শুরু করে যেকোন কিছু শুধূ যে ম্যাক অপারেটিং সিষ্টেমের কম্পিউটারে করা যাবে তাই না, আইওএস এর জন্যও রয়েছে অটোক্যাড ডব্লিউএস নামে বিশেষ ভার্শন।
১৯৯০ এর দশকে মাইক্রোসফটের উইন্ডোজকে সুবিধে দিতে ম্যাক থেকে অটোক্যাড সরিয়ে নেয়া হয়। অন্তত অটোডেস্কের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সেটাই বক্তব্য। তখন উইন্ডোজের জনপ্রিয়তার কারনে ম্যাক ভার্শন তেমন বিক্রি হচ্ছিল না।
আগামী ৩ মাসের মধ্যে ম্যাকের জন্য অটোক্যাড বিক্রি শুরু হবে। এর দাম প্রায় ৪ হাজার ডলার, উইন্ডোজ ভার্শনের সমান দাম। তবে আইফোন, আইপ্যাড এবং আইপড টাচ এর জন্য ভার্শন বিনামুল্যের।
বিল্ডিং, রাস্তাঘাট, ব্রিজ, যন্ত্রপাতি ইত্যাদি যেকোন কিছু ডিজাইন করতে অটোক্যাড ব্যবহার করা হয়। এতে থ্যিডি মডেল করা যায়। অনেকেই অটোক্যাডে কাজ করে তাকে একই কোম্পানীর আরেক জনপ্রিয় এনিমেশন সফটঅয়্যার থ্রিডি ষ্টুডিও ম্যাক্সে ব্যবহার করেন।
No comments:
Post a Comment