সাধারন হার্ডডিস্কের বিকল্প হিসেবে এসএসডি ব্যবহার হচ্ছে বেশ কিছুদিন ধরেই। ক্রমেই এগুলির আকার ছোট হয়ে আসছে। সেইসাথে ব্যবহারের সুবিধেও। আগামীতে আপনাকে হার্ডডিস্ক লাগানোর যায়গার জন্য ভাবতে হবে না, মেমোরী লাগানোর যায়গায় সরাসরি বসিয়ে দিলেই চলবে। ভাইকিং তৈরী করেছে এধরনের সাটা এসএসডি।
২৪০ পিনের এই মডিউলগুলি পাওয়ার পাবে মেমোরী স্লট থেকেই। অবশ্য ডাটা লেনদেনের জন্য সাটা কেবল লাগাতে হবে এরসাথে। আর এখান থেকে ২৬০ মেবা/সে রিড-রাইট স্পিড পাওয়া যাবে।
আপাতত এই সাটাডিম সাধারনের জন্য বিক্রি হচ্ছে না, বিশেষ ক্রেতার জন্য তৈরী করা হচ্ছে। তবে ভবিষ্যতে সাধারন মানুষের হাতে আসতে সমস্যা কোথায়!
ভাইকিং যদি নাও করে, আরেকজন করবে।
No comments:
Post a Comment