মানুষ ক্রমেই আগ্রহী হয়ে উঠছে একেবারে পাতলা আকারের ল্যাপটপ, নোটবুক ইত্যাদির দিকে। সাধারন হার্ডডিস্কের বদলে সলিড ষ্টেট ড্রাইভ (এসএসডি) এসেও তারসাথে তাল মেলাতে পারছে না। এর সমাধান দিচ্ছে সানডিস্ক। তারা তৈরী করেছে বিশ্বের সবচেয়ে পাতলা ইন্টিগ্রেটেড এসএসডি। এটা সাধারন ডাকটিকিটের মত, পুরুত্ব মাত্র ০.০৭২ ইঞ্চি (১.৮৫ মিমি)। ওজন ০.৮৩ গ্রাম। আপাতত ৪ গিগাবাইট থেকে ৬৪ গিগাবাইট ধারনক্ষমতার পাওয়া যাবে।
সানডিস্ক জানিয়েছে এটা প্রথম ফ্লাশ এসএসডি যা ষ্টান্ডার্ড সাটা ইন্টারফেস ব্যবহার করবে। ছোট আকারের কারনে নির্মাতা যায়গা নিয়ে সমস্যায় না পরেই ব্যবহারের সুযোগ পাবেন।
এতে ১৬০মেগাবাইট/সে রিড এবং ১০০মেবা/সে রাইট করা যাবে এবং অধিকাংশ অপারেটিং সিষ্টেমে ব্যবহার করা যাবে। অন্যান্য সুবিধের মধ্যে রয়েছে আনলিমিটেড রিড সাইকেল, ফলে এর আয়ু অনেক বেশি।
অল্পদিনের মধ্যেই স্মার্টফোনে এর ব্যবহার দেখা যাবে ধরে নেয়া যায়।
No comments:
Post a Comment