বর্তমান উচুমানের ভিডিওর জন্য বহুল ব্যবহৃত কোডেক এভিসি/এইচ.২৬৪ (এমপেগ-৪) এর নির্মাতা এমপেগ-লা জানিয়েছে তারা শর্তসাপেক্ষে ২০১৬ পর্যন্ত কোন রয়্যালটি নেবে না। অর্থাত এটা ব্যবহার করলে তাদের টাকা দিতে হবে না। শর্তের মধ্যে রয়েছে সেগুলি বিনামুল্যে বিতরনের জন্য ব্যবহার করতে হবে।
কারো কারো কাছে বিষয়টি অষ্পষ্ট মনে হতে পারে। আপনি যদি কারো বিশেষ ভিডিও কোডেক ব্যবহার করে তৈরী ভিডিও ইন্টারনেটে রাখেন তাহলে সেই কোডেক নির্মাতা আপনার কাছে টাকা দাবী করতে পারে। আপনাকে এই নিশ্চয়তা দেয়া হচ্ছে যে এই বিশেষ কোডেক ব্যবহারের কারনে আপনার কাছে অর্থ দাবী করা হবে না।
তবে বানিজ্যিককাজে ব্যবহারের আগে আরেকবার জেনে নিন আপনি কার সফটঅয়্যার ব্যবহার করছেন। ব্যবসার মাঝখানে কেউ এসে আপনার নামে মামলা করুন সেটা নিশ্চয়ই আপনি চান না।
No comments:
Post a Comment