জনপ্রিয় ইমেইল সফটঅয়্যার জিমেইল ব্যবহারকারীরা দ্রুতই সেখান থেকে ভয়েস কলিং সুবিধে ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছেন। জিমেইল পেজের বামদিকের গুগল চ্যাট থেকে এটা ওপেন করতে হবে এবং এটা ব্যবহার করে কল করা বা সিরিভ করা যাবে। এটা অনেকটাই গুগল ভয়েস এর মত।
বছরখানেক আগে ভিওআইপি ভিত্তিক গুগল টক এনেছে গুগল। তখন থেকেই এনিয়ে নানারকম কাজ করে যাচ্ছে তারা। তবে বর্তমানের এই ব্যবস্থা ভিওআইপভিত্তিক না। এতে আমেরিকা থেকে কানাডার নাম্বারে কল করতে কোন খরচ হয় না। অন্যান্য আন্তর্জাতিক কলের খরচও কম।
ধরে নেয়া যায় এধরনের ব্যবস্থা স্কাইপি কে লক্ষ্য করে গুগল ভয়েস কলিং ব্যবস্থা আনতে যাচ্ছে। তবে এই বিষয় নিয়ে কাজ করছে অনেকেই। জিমেইল ব্যবহারকারীরা যদি সরাসরি ব্যবহারের সুযোগ পান তাহলে দ্রুত জনপ্রিয় হবে ধরে নেয়াই যায়।
No comments:
Post a Comment