Solar Impulse HB-SIA নামের এই বিমানের পাখার বিস্তার ৬৩.৪ মিটার, এয়ারবাস এ৩৪০ এর সমান। ওজন ১৬০০ কেজি। এতে ১১,৬২৮টি সোলার সেল ব্যবহার করা হয়েছে। এছাড়া ৪টি ইলেকট্রিক ইঞ্জিনও রয়েছে রাতে চলার জন্য।
মোট ২৬ ঘন্টা সফলভাবে আকাশে কাটিয়ে নিরাপদে ফিরে আসে মাটিতে সোলার ইমপালস। এই ২৬ ঘন্টা ওড়ার সময় বিমানে কোনধরনের জ্বালানী তেল ব্যবহার করা হয়নি।
এই বিমান প্রথমবার শুন্যে যাত্রা করেছিল ২০০৯ সালের ৩ ডিসেম্বর। এরপর বেশ করেকবার আকাশে উড়েছে এটা। এরপর দিনরাতের এই ভ্রমন।
আগামীতে কি হতে যাচ্ছে ?
অবশ্যই এর গতি এবং যাত্রী বহন ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হবে।
No comments:
Post a Comment