বিমের পিকো প্রজেক্টরে ব্যবহার করা হয়েছে টেক্সাস ইন্সট্রুমেন্ট এর ডিএলপি প্রযুক্তি। প্রজেক্টরের এই প্রযুক্তি তারা নিজেরা এত ছোট আকারে তৈরী করেনি।
কি কাজে লাগতে পারে এটা ?
পছন্দের ভিডিও কিংবা মুভি দেখতে চান ? ঘরের আলো কমিয়ে দিন, মোবাইলে ভিডিও প্লে করুন এবং সামনের দেয়ালে দেখুন। কিংবা টিভি দেখতে চান, সামনের দেয়ালে ফেলে বিশাল ৫০ ইঞ্চি আকারের টিভি দেখুন।
এই মুহুর্তে হয়ত সত্যিকারের বড় টিভির মান এতে পাওয়া যাবে না। এনিয়ে কাজ চলছে। আগামীতে মোবাইল ফোনে এই প্রযুক্তি সাধারনভাবে ব্যবহার হতেই পারে।
স্যমসাং আই৮৫২০ গ্যালাক্সি নামের মোবাইল সেটটিতে অন্যান্য যাকিছু আছে তা হচ্ছে ৩.৭ ইঞ্চি ডব্লিউভিজিএ সুপারএমোলেড টাচস্ক্রিন ডিসপ্লে, এন্ড্রয়েড ২.১, ৮০০ মেগাহার্টজ প্রসেসর, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং।
কন্ট্রাক্ট অনুযায়ী দাম ২৬৮ ডলার থেকে শুরু।
No comments:
Post a Comment