July 12, 2010

থ্রিডির জন্য হোম থিয়েটার সিষ্টেম Onkyo HT-S7300 and HT-S6300 HTIB speaker for 3D

ভিডিওর জন্য সবচেয়ে উন্নত ব্যবস্থা হয়ত করেছেন কিন্তু সমস্যায় পরেছেন শব্দের কি হবে তা নিয়ে। এর সমাধান দিতে বাজারে থ্রিডি রেডি হোম থিয়েটার অডিও সিস্টেম বাজারে ছেড়েছে অনকিও। তাদের এইচটি-এস৭৩০০ এবং এইচটি-এস৬৩০০ দুটি মডেলেই অন্যান্য সবকিছুর সাথে রয়েছে থ্রিডি রেডি এইচডিএমআই ১.৪এ ইনপুটের ব্যবস্থা, ১০৮০পি ভিডিও আপস্কেলিং, লসলেস ডলবি এবং ডিটিএস হাই ডেফিনিশন অডিও, ডলবি হাই প্রসেসিং, অডিজি অটোমেটিক রুম ইকুয়ালাইজেশন।
দুটি মডেলের মধ্যে প্রধান পার্থক্য এস৭৩০০ মডেলে ৪১ ইঞ্চি লম্বা দুটি স্পিকার। অন্য মডেলে স্পিকারগুলি সাধারন আকারের। সাবউফার ছাড়াও ৭টি করে লাউডস্পিকার রয়েছে সিষ্টেমে। প্রতিটি ১৩০ ওয়াট। সাবউফার ২৯০ ওয়াট।
সাধারন ইনপুট ছাড়াও এতে আইফোন এবং আইপড সংযোগ দেয়ার ব্যবস্থা রয়েছে।
সিষ্টেমদুটির দাম যথাক্রমে ৭৪৯ এবং ৮৯৯ ডলার।

No comments:

Post a Comment