July 10, 2010

গুগল চীনে থাকার অনুমতি পেয়েছে Google wins permission to keep website in China

চীনে নিজেদের ওয়েবসাইট রাখার অনুমতি পেয়েছে গুগল। চীনের মুল ভুখন্ডে থেকে তাদের সার্চ ইঞ্চিন ব্যবহার করে সার্চ করলে একবার অতিরিক্ত ক্লিক করতে হবে। এরপর সেই সাইটে যেখানেই ক্লিক করা হোক না কেন তা হংকং-য়ে পাঠানো হবে। এবিষয়ে চীনের কোন আপত্তি নেই। গত মার্চ থেকে গুগল চীনের সার্চ রেজাল্টকে হংকংয়ে পাঠাচ্ছে।
গুগলকে তাদের ওয়েবপেজ রাখতে দেয়ার অর্থ আরো অন্তত ১ বছর গুগলকে কাজের অনুমতি দেয়া।
গত জানুয়ারীতে গুগল সরাসরি চীনের ইন্টারনেট সেন্সরশীপের বিরোধীতা করে। বর্তমান ব্যবস্থায়ও চীনের পক্ষে বাধা দেয়া সম্ভব তাদের গ্রেট ফায়ারওয়াল নামের প্রযুক্তি ব্যবহার করে।
বিশ্বের সবচেয়ে বেশি মানুষের দেশ চীনে গুগল কখনো খুব সুবিধে করতে পারেনি। চীনের নিজস্ব সার্চ ইঞ্জিন বাইডু সবচেয়ে বেশি ব্যবহার হয় সেখানে। অতিরিক্ত ক্লিক ব্যবহারের ব্যবস্থায় তা আরো সংকুচিত হতে পারে। গুগলের মুল আয় আসে ইন্টারনেট বিজ্ঞাপন থেকে। একটি অতিরিক্ত ক্লিকে সেই সুযোগ হাতছাড়া হবে।
আমেরিকা এবং ইউরোপ চীনের বিধিনিষেধ নিয়ে যে অভিযোগ করে আসছিল সেটা সামাল দেয়ার জন্য চীনের গুগলকে অনুমতি দেয়াকে একটি কৌশলগত পদক্ষেপ বলে ধরে নেয়া হচ্ছে।

No comments:

Post a Comment