ক্যানন, নাইকন, পেনট্যাক্স বা সনি যে কোন এপিসি-সি ফরম্যাট ডিজিটাল এসএলআর ক্যামেরায় ব্যবহার করা যাবে এই ডুয়াল লেন্স। এছাড়া প্যানাসনিক এবং অলিম্পাসের মাইক্রোথার্ড সেন্সর ক্যামেরায়ও ব্যবহার করা যাবে।
এতে দুটি ফোকাসিং লেন্স এবং একটি রিফ্লেকটর ব্যবহার করা হয়েছে। এর এপারচার আপাতত এফ/১১, যার অর্থ অনেক বেশি আলো থাকতে হবে ছবি উঠানোর জন্য। অথবা ট্রাইপড ব্যবহার করতে হবে। থ্রিঢি ফল দেখা যাবে লোরেও’র থ্রিডি ভিউয়ার ব্যবহার করে। দাম ১.৭০ থেকে ২.৫০ ডলার।
আর লেন্সের দাম ১৭৫ ডলার।
No comments:
Post a Comment