July 10, 2010

যেকোন এসএলআর ক্যামেরায় থ্রিডি ছবি 3D photos with digital SLR camera

সনি, প্যানাসনিক, স্যামসাং এর মত সব বড়বড় কোম্পানী যেভাবে থ্রিডি টিভি নিয়ে উঠেপড়ে লেগেছে তাতে আপনার মনে হওয়া স্বাভাবিক, আমারও থ্রিডি ছবি উঠানো প্রয়োজন। গতবছরই ফুজিফিল্ম তাদের রিয়েল থ্রিডি ক্যামেরা দিয়ে থ্রিডি ছবির পথে যাত্রা শুরু করেছে। একেবারে সাম্প্রতিক সময়ে সনি তাদের আলফা এনইএক্স৩ এবং এনইএক্স৫  ক্যামেরায় ফার্মঅয়্যার আপডেট করে থ্রিডি স্যুইপ প্যানোরমা মোড যোগ করেছে। কিন্তু যারা এসএলআর ক্যামেরা ব্যবহার করছেন তারা কি করবেন।
এরই সমাধান দিচ্ছে লোরিও থ্রিডি লেন্স।
ক্যানন, নাইকন, পেনট্যাক্স বা সনি যে কোন এপিসি-সি ফরম্যাট ডিজিটাল এসএলআর ক্যামেরায় ব্যবহার করা যাবে এই ডুয়াল লেন্স। এছাড়া প্যানাসনিক এবং অলিম্পাসের মাইক্রোথার্ড সেন্সর ক্যামেরায়ও ব্যবহার করা যাবে।
এতে দুটি ফোকাসিং লেন্স এবং একটি রিফ্লেকটর ব্যবহার করা হয়েছে। এর এপারচার আপাতত এফ/১১, যার অর্থ অনেক বেশি আলো থাকতে হবে ছবি উঠানোর জন্য। অথবা ট্রাইপড ব্যবহার করতে হবে।  থ্রিঢি ফল দেখা যাবে লোরেওর থ্রিডি ভিউয়ার ব্যবহার করে। দাম ১.৭০ থেকে ২.৫০ ডলার।
আর লেন্সের দাম ১৭৫ ডলার।

No comments:

Post a Comment