এটা ব্যবহার করে জিপিএস, এসএমএস/এমএমএস এবং অন্যানং ওয়েব ফাংশন ইত্যাদি দিয়ে ফোনের যাকিছু সামর্থ্য সবকিছুই ব্যবহার করা যাবে। ওয়েব ডেভেলপার হলে খুব সহজেই ওয়েবের সাথে ব্যবহারযোগ্য মোবাইল এপ্লিকেশন তৈরী করে নিতে পারেন।
গুগলের লক্ষ এন্ড্রয়েডের বাজার বড় করা। সাধারন মানুষও যেন সহজে নিজেদের তৈরী সফটঅয়্যার অন্যদের কাছে পৌছে দিতে পারে। তবে এটাও ঠিক, খুব সহজে তৈরী করা যায় বলে অনেক অপ্রয়োজনীয়, অনুন্নত প্রোগ্রাম তৈরী হতে পারে।
আপনিও প্রোগ্রাম তৈরী শুরু করতে পারেন এর সাহায্যে। ভিজিট করুন http://appinventor.googlelabs.com/about/
No comments:
Post a Comment