ব্লাকবেরি প্রটেক্ট ব্যবহার করে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া সেটের তথ্য মুছে দিতে পারেন, সেট লক করতে পারেন, তারচেয়েও বেশি সেখানকার তথ্য কপি করে অন্য সেটে ব্যবহার করতে পারেন। কন্ট্যাক্ট, মেমো, টেক্সট মেসেজ সবই এভাবে ফিরে পাওয়া যাবে।
পরবর্তী ব্যবস্থা হচ্ছে সেটটি কোথায় আছে তা বের করা। সেটে যদি জিপিএস নাও থাকে, যে সেল টাওয়ারের অধীনে সেটা অবস্থান করছে সেটা ব্যবহার করেই নিজের অবস্থান জানাবে সে। আর সেটা হাতে পেলে লক করা সেট আনলক করার সাথেসাথেই আগের সবকিছু ফিরে পাওয়া যাবে।
সবশেষে, আপনি নিজেই যদি ভুলে সেটটি কোথাও রেখে খুজে না পান তাহলে এর লাউড রিঙ্গার ব্যবহার করতে পারেন। আপনি বলতে পারেন অন্য সেট থেকে সেই নাম্বারে ফোন করলেই তো সেটা কোথায় জানা যাবে, কিন্তু যদি রিঙ্গার অফ করা থাকে!
ব্লাকবেরি প্রটেক্ট নামের এই ব্যবস্থা এখনও পরীক্ষামুলক পর্যায়ে রয়েছে। এসপ্তাহেই বেটা রিলিজ দেয়া হবে।
No comments:
Post a Comment