২০১৫ সালের মধ্যে দারিদ্র দুর করার লক্ষ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নামে পরিচিত ৮টি লক্ষ্যমাত্রায় অঙ্গিকার করে বিভিন্ন দেশ নানারকম পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে। এই বিষয়কে তুলে সকলের সামনে তুলে ধরার জন্য এই আয়োজন। প্রতিযোগিতায় বিজয়ী ছবিগুলি আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল সামিটে প্রদর্শন করা হবে এবঙ বিজয়ীদের সেখানে যাওয়ার সুযোগ দেয়া হবে। এছাড়া পুরস্কার হিসেবে অলিম্পাসের ক্যামেরা এবং অন্যান্য ফটোগ্রাফি সামগ্রী দেয়া হবে। এরমধ্যে অলিম্পাসের এমজেইউ টাফ ৮০০০, ই-পি-২ ক্যামেরা রয়েছে।
যে আটটি লক্ষমাত্রা নিয়ে এই আয়োজন সেগুলি যদি না জানা থাকে তাহলে একবার নজর বুলিয়ে নিন;
- অতিদারিদ্র এবং ক্ষুধা দুর করা
- সার্বজনিন প্রাথমিক শিক্ষার সুযোগ তৈরী
- নারী-পুরুষে সমতা আনা এবং নারীর ক্ষমতায়ন
- শিশুমৃত্যুর হার কমানো
- মাতৃত্বকালীন সুস্বাস্থ্য নিশ্চিত করা
- এইচআইভি/এইডস, ম্যালেরিয়া এবং অন্যান্য রোগ মোকাবেলা
- পরিবেশ রক্ষা করা
- বিশ্বব্যাপি উন্নয়নের সম্পর্ক তৈরী
No comments:
Post a Comment