ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে চালানো এক জরিপে দেখা যাচ্ছে যত্ন নেয়া মানুষের সংখ্যা খুবই কম। এক তৃতিয়াংশের ছবি বা ভিডিও নষ্ট হয়ে যায় কম্পিউটারের সমস্যার কারনে। এক পঞ্চমাংশ আদৌ কোনরকম ব্যাকআপ নেন না, এক ডতুর্থাংশ ব্যাকআপ নেন সিডি, পিন ড্রাইভ কিংবা এক্সটারনাল হার্ড ড্রাইভে।
জরিপ চালিয়েছে মোজি নামের এক সংস্থা। তারা অনলাইনে ব্যাকআপ সার্ভিস দেয়। কাজেই এতে তাদের ব্যবসায়িক স্বার্থ আছে ধরে নিতেই পারেন। তাদের যুক্তি, কম্পিউটার যেমন নষ্ট হতে পারে তেমনি ব্যাকআপ রাখার পরও সেগুলি নষ্ট হতে পারে আগুন লাগা কিংবা এধরনের দুর্ঘটনায়। কাজেই, তাদের ভাষায় অনলাইনে ব্যাকআপ রাখা সবচেয়ে নিরাপদ। আর মোজি নিজে থেকেই ব্যবহারকারীর কম্পিউটারের ব্যাকআপ রাখতে পারে।
জরিপে আরো যে তথ্য পাওয়া গেছে তা হচ্ছে বৃটিশরা গড়ে ১৫০০ ছবি কিংবা ভিডিও জমা রাখে কম্পিউটারে। এছাড়া গানের সংগ্রহ তো আছেই। সেইসাথে নিজের বিভিন্ন ধরনের কাজ। মোজির হিসেবে নিজে ব্যাকআপ রাখার যে খরচ তারচেয়ে কম খরচে ইন্টারনেটে ব্যাকআপ রাখা যায়।
আপনিও বিষয়টি ভেবে দেখতে পারেন। বিনামুল্যে কিংবা সামান্য খরচ করেই যখন ইন্টারনেটে ব্যাকআপ রাখা যায়।
No comments:
Post a Comment