এতে মাল্টি এইচডি ফরম্যাট এবং মাল্টি ফ্রেম রেট ব্যবহার করা হয়েছে। ৭২০পি মোডে রেকর্ড করার সময় স্লো এবং কুইক মোশন ব্যবহার করা যাবে। এছাড়া ডায়নামিক রেঞ্জ ষ্ট্রেচার, গামা সিলেক্ট এবং অন্যান্য ইমেজ ফিচার ব্যবহার করা যাবে।
অডিওর জন্য ২ চ্যানেল প্রফেশনাল এক্সএলআর ইনপুটের ব্যবস্থা রয়েছে। সাধারনত প্রফেশনাল ভিডিও ক্যামেরায় এই ফিচার ব্যবহার করা হয়। অঘচ এই ক্যামেরা আকারে ছোট এবং হাল্কা।
রেকর্ডিং মিডিয়া হিসেবে এসডি/এসডিএইচসি/এসডিএক্সসি কার্ড ব্যবহার করে এভিসিএইচডি ফরম্যাটে ১২ ঘন্টা পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে।
বিশ্বের প্রথম এধরনের এই ক্যামেরা ঠিক কোন সময়ে বাজারে বিক্রি শুরু হবে কিংবা দাম কত হবে এখনো জানানো হয়নি।
No comments:
Post a Comment