যারা নিয়মিত ছবি উঠান তারা ডাষ্ট রিমোভাল সিষ্টেম সম্পর্কে নিশবচয়ই জানেন। ক্যামেরার সেন্সরের ওপর যদি কোন কারনে ময়লা জমা হয় তাহলে ছবিতে কালো দাগ পাওয়া যায়। এটা পরিস্কার পদ্ধতিই ডাষ্ট রিমোভাল। বর্তমানের ক্যামেরাগুলিতে একাজ হাতে করতে হয় না, ক্যামেরা নিজেই পরিস্কার করতে পারে। ডাষ্ট রিমোভালের পদ্ধতি একে কোম্পানীর একেকরকম। উন্নতভাবে একাজ করার জন্য জাপানের প্রযুক্তি আসাহি সিমবুন ইনভেনশন পুরস্কার পেয়েছে ক্যামেরা নির্মাতা অলিম্পাস।
অলিম্পাসের এই পদ্ধতির নাম সুপার সনিক ওয়েভ ফিল্টার। নাম থেকেই ধারনা করতে পারেন এতে হাই ফ্রিকোয়েন্সির সিগন্যাল ব্যবহার করা হয়। তাদের প্রথম ডিজিটাল এসএলআর ই-১ ক্যামেরার জন্য ২০০৩ সালে তারা এর ব্যবহার শুরু করে।
অলিম্পাসের প্রতিটি ক্যামেরায় যে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেটাই না, বরং অনেক কোম্পানী তাদের এই পদ্ধতি অনুকরন করেছে।
No comments:
Post a Comment