এপল তাদের স্নো-লেপার্ড এর আপডেটে এন্টি-মালঅয়্যার যোগ করেছে। অথচ এবিষয়ে তারা কোন বক্তব্য দেয়নি। নতুন আপডেটে কিছু কম্পাটিবিলিট বিষয়ক পরিবর্তনের কথা উল্লেখ করলেও এই বিষয়টি তারা গোপন করে গেছে।
নতুন আপডেটে কিছুদিন আগে আইফটো পরিচিতি ব্যবহার করে আক্রান্ত হওয়া ট্রোজান হর্স প্রতিহত করার কোড যোগ করা হয়েছে। এটা দেখিয়েছে যে সহজেই ম্যাক অপারেটিং সিষ্টেম আক্রমনের শিকার হতে পারে।
আপডেটের কোডের মধ্যে কয়েকমাস আগে শনাক্ত করা ট্রোজান হর্স (ওএসএক্স/পিনহার্ড-বি নামে পরিচিত) শনাক্ত করার কোড রয়েছে। এই ভাইরাস কম্পিউটারের নিয়ন্ত্রন নিয়ে স্প্যাম পাঠানো, স্ক্রিনশট নেয়া, ফাইল ব্যবহার করা সবকিছুই করতে পারে। নিরাপত্তা সংস্থা সোফোস এই তথ্য প্রকাশ করে বলেছে এটা ম্যাক ব্যবহারকারীদের বিভ্রান্তি দুর করছে না। বিষয়টি গোপন না রেখে এপলের উচিত ছিল ব্যবহারকারীদের জানানো এবং শতর্ক করা। সম্ভবত তারাও ভাইরাসের ভয়ে ভীত একথা তারা প্রকাশ করতে চায় না।
No comments:
Post a Comment