May 1, 2010

এইচপি স্লেট বাতিল HP Slate Canceled

এখন পর্যন্ত এপলের আইপ্যাড বড় ধরনের প্রতিযোগিতায় পড়েনি। কারন একটাই, অন্য কেউ উল্লেখ করার মত ট্যাবলেট পিসি বাজারে আনেনি। গত কনজ্যুমার ইলেকট্রনিক্স শো-তে এইচপি দেখিয়েছিল তাদের স্লেট। মনে করা হত এটা উল্লেখযোগ্য ট্যাবলেট পিসি হতে যাচ্ছে। এখন জানা যাচ্ছে এইচপি এই প্রকল্প বাতিল করে দিচ্ছে।
এর একদিন আগে মাইক্রোসফট জানিয়েছে তারা তাদের ফোল্ডিং কুরিয়ার ট্যাবলেট বাতিল করছে। পরিকল্পনা অনুযায়ী স্লেট এর বাজারে আসার মাত্র কয়েকমাস বাকি ছিল। এই দুজনের ট্যাবলেট তৈরী বন্ধ করায় বাস্তবিক অর্থেই এপলের আইপ্যাডের উল্লেখযোগ্য প্রতিদ্বন্দি থাকল না।
এইচপির স্লেট প্রকল্প বাতিলের পিছনে উইন্ডোজ ৭ একটি কারন হিসেবে ধারনা করা হচ্ছে। ট্যাবলেটের টাচস্ক্রিনের জন্য একে খুব উপযোগি করা যায়নি। অন্যদিকে এইচপি এন্ড্রয়েড এবং ওয়েবওএস নিয়ে আগ্রহ দেখানোয় ভবিষ্যতে সেদিকে যাবে বলেও অনুমান করা হচ্ছে।

No comments:

Post a Comment