এই ক্যামেরায় নতুন ফিফথ জেনারেশন এক্সিলিম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ফলে আগের চেয়ে অন্তত ৩০ ভাগ দ্রুত কাজ করবে। এমনিতেই এই পর্যায়ের অন্য কামেরাগুলি থেকে ক্যাসিও এগিয়ে।
ক্যামেরাটি একেবারে পাতলা। পুরুত্ব মাত্র ২৪.৩ মিমি, এক ইঞ্চির কম। অবশ্য এই মাপের সাধারন ৩এক্স কিংবা ৫ এক্স জুমের ক্যামেরা থেকে ওজনে ভারী। ২০৬ গ্রাম (কার্ড এবং ব্যাটারী সহ)।
এতে ১/২.৩ ইঞ্চি স্কয়ার সিসিডি সেন্সর রয়েছে। ৩ ইঞ্চি ডিসপ্লে । রেজ্যুলুশন ৪৬০,৮০০ ডট। এই ধরনের অন্যান্য ক্যামেরার মত এতে ভিউ ফাইন্ডার নেই,এলসিডি ডিসপ্লে ব্যবহার করেই ছবি উঠানোর কাজ করতে হয়। আইএসও ৬৪ থেকে ৩২০০। সুপার ম্যাক্রো মোডে ৭ সেমি দুরত্বে ফোকাস করা যায়।
জুম কাজ করে অত্যন্ত দ্রুত। ছবি উঠানোর জন্য অন্যান্য সেটিং এর সাথে প্রিমিয়াম অটো নামে একটি বিশেষ ব্যবস্থা রয়েছে। ক্যামেরা থেকে বিভন্নি ধরনের ইফেক্ট ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
এর নিজস্ব মেমোরী ৭৩.৮ মেগাবাইট। এছাড়া এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে। রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারী ব্যবহার করতে হয়। কানেকটিভিটি হিসেবে ইউএসবি ২.০ এভি পোর্ট রয়েছে।
এর দাম ৩০০ ডলার।
No comments:
Post a Comment