লেন্স নির্মাতা ট্যামরন জানিয়েছে তারা ফুলফ্রেম ডিজিটাল এসএলআরের জন্য একটি প্রিমিয়াম টেলিজুম লেন্স তৈরী করছে। এর নাম এসপি ৭০-৩০০ মিমি এফ/৪-৫.৬ ডিআই ভিসি ইউএসডি। এর ভিসি-র অর্থ ভাইব্রেশন কমপেনশেসন (নাইকনের ভাষায় যা ভাইব্রেশন রিডাকশন, ক্যাননের ইমেজ ষ্ট্যাবিলাইজেশন)। ইউএসডি অর্থ এতে আলট্রাসনিক সাইলেন্ট অটোফোকাস মোটর ব্যবহার করা হয়েছে। ফলে ফোকাস হবে খুব দ্রুত। এছাড়া ম্যানুয়েস ফোকাস মোডে না গিয়েই পুরোপুরি ম্যানুয়েল ফোকাস ব্যবহার করা যাবে। উচু মানের এই লেন্সে এলডি (লো ডিসপারসন) এবং এক্সএলডি (একষ্ট্রা লো ডিসপারসন) লেন্স এলিমেন্ট ব্যবহার করা হয়েছে যা রঙের বিচ্যুতি (কালার এবারেশন) মুক্ত ছবি দেবে।
লেন্সটি ক্যানন, নাইকন এবং সনি/মিনোল্টা ক্যামেরায় ব্যবহারের জন্য পাওয়া যাবে। এটা ব্যবহার করা যাবে ফুলফ্রেম ডিজিটাল এসএলআর, ৩৫ মিমি ফিল্ম ক্যামেরা ছাড়াও এপিএস-সি সেন্সর ক্যামেরায় যেখানে জুম রেঞ্জ পাওয়া যাবে ১০৯-৪৬৫ মিমি।
ট্যামরন তাদের ৬০ বছর পুর্তি উৎযাপন করছে এই লেন্স তৈরীর মাধ্যমে।
No comments:
Post a Comment