অর্গানিক ক্যাটালিষ্ট নামের বিশেষ মৌল ব্যবহারের কারনে এগুলি বারবার রিসাইকেল করা যাবে। বিপরীতে বর্তমানের পেট্রোলয়ামজাত প্লাষ্টিক রিসাইকেল করা যায় মাত্র একবার। এছাড়া এটা ব্যবহার করে ওষুধ তৈরীও সম্ভব। যেমন ক্যান্সারের সেলগুলি ধ্বংস করবে অথচ সাধারন সেলের কিছু হবে না এমন ওষুধ।
আইবিএম এবিষয়ে কাজ করছে সৌদি আরবের কিং আব্দুল আজিজ সিটির বিজ্ঞানীদের সাথে। সেখানে নতুন এই প্রযুক্তিতে তৈরী প্লাষ্টিক দিয়ে তৈরী আধার খাদ্য রাখার কাজে এবং রিসাইকেল করার কাজে প্রয়োগ করে দেখা হচ্ছে।
প্লান্ট প্লাষ্টিক বা গাছ প্লাষ্টিক ব্যবহার করে কমদামে গাড়ির পার্টস, কোমল পানীয়ের বোতল ইত্যাদি তৈরী করা যাবে, বলেছেন নারায়ন।
No comments:
Post a Comment