ওয়েষ্টার্ন ছবির কিংবদন্তি পরিচালক সার্জিও লিওনি-র নাম জানেন নিশ্চয়ই। ক্লিন্ট ঊষ্টউডের গুড-ব্যাড-আগলি, ফিষ্টফুল অব ডলারস ইত্যাদি ছবির নির্মাতা। তার বৈশিষ্ট হচ্ছে এই ছবিগুলোতে মুল চরিত্রের কোন নাম ব্যবহার করা হয়নি। ছবিতে কখনো ব্লন্ডি, কখনো ম্যাংকো নামে ডাকা হয়েছে। রেড ষ্টিল গেমের নির্মাতা ইউবিআই-সফট বলছে তারা প্রয়াত এই পরিচালককে সন্মান জানাতে এই গেমে নায়কের জন্য কোন নাম ব্যবহার করেনি।রেড ষ্টিল ২  বাজারে আসছে আগামীকাল। এতে পুর্ব এবং পশ্চিমের মিলন ঘটানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। কারন তরবারি এবং গোলাগুলি দুইই ব্যবহার করা হয়েছে এ্যাকশনধর্মী এই গেমে। নায়ক বাড়ি ফিরে দেখে তার শহর দখল করে একটা গ্যাং, সে তাদের সাথে লড়াই করে। মুল অস্ত্র হিসেবে একটি সামুরাই সোর্ড ব্যবহার করে সে।
আপনি এই মুহুর্তে গেমটি খেলার সুযোগ নাও পেতে পারেন, কারন গেমটি ছাড়া হচ্ছে শুধুমাত্র নিনটেনডোর জন্য। 
No comments:
Post a Comment