প্রথমেই যা চোখে পড়বে তা হচ্ছে আগের চেয়ে ছোট এবং পাতলা আকার। অপটিক্যাল জুম ১২এক্স এর যায়গায় ১৪ এক্স করা হয়েছে। অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন রয়েছে। মোড ডায়ালকে ওপর থেকে পেছনে আনা হয়েছে। ওপরে থেকে গেছে শুধু অন-অফ সুইচ, সাটার রিলিজ এবং জুম। ছবি উঠানোর সময় আরো সহজে মোড ডায়াল ঘুরানো যাবে নতুন ব্যবস্থায়।
ক্যামেরা অন করলে ছোট ফ্লাশটি নিজে থেকেই খুলে যায়। অবশ্য ইচ্ছে করলেই বন্ধ করা যাবে এবং বাটন টিপে খোলা যাবে। আগের মডেলে ফ্লাশ বন্ধ করা যেত না।
মুভি রেকর্ডিং এর জন্য পৃথক বাটন যোগ করা হয়েছে। মুভি রেকর্ড চালু করে অন্যান্য কন্ট্রোল ব্যবহার করা যাবে খুব সহজে।
ক্যামেরাটির বিস্তারিত রিভিউ আগামীতে প্রকাশ করা হবে।
No comments:
Post a Comment