ওয়েবসাইটের ডোমেইন হিসেবে ডট, নেট, অর্গ এসব দেখতেই আমরা অভ্যস্থ। জাপানের কোম্পানী ক্যানন প্রথমবারের মত তাদের নিজেদের নামে ডোমেইন ব্যবহার করতে যাচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল কর্পোরেশন ফর এসাইনড নেমস এন্ড নাম্বারস (আইসিএএনএন) তাদের এজন্য অনুমতি দিয়েছে। তাদের সাইটেন নাম হবে .canon
। যদিও এখনই এটা চালু হচ্ছে না। ২০১১ এর শেষদিকে হয়ত পুরোপুরি ব্যবহার করা হবে এই ডোমেইন।
২০০৮ সালে আইসিএএনএন টপ লেভেল ডোমেইণে স্বাধীনতা দিতে শুরু করে। স্বাভাবিকভাবেই ধরে নেয়া যায় এজন্য আরো অনেক কোম্পানী এগিয়ে আসবে। কোন কোন কোম্পানী এগিয়ে আসে সেটাই দেখার।
উল্লেখ করা যেতে পারে এজন্য কয়েক লক্ষ ডলার দিতে হয়।
No comments:
Post a Comment